ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, অক্টোবর ২৮, ২০১৬
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ফরিদপুর: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটির নাম ঘোষণা করায় ফরিদপুরে আনন্দ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর পৌরসভার সামনে থেকে মিছিলটি বের করেন নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংক মোড়ে যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে পুলিশি বাধায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা মো. আশরাফ হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, আব্দুলাহ সরদার বাবু, হাসানুর রহমান মৃধা প্রমুখ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শফিউল বারী বাবুকে সভাপতি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক এবং ইয়াছিল আলীকে সাংগঠনিক সম্পাদক করা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।