ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিএনপি

উজিরপুরে বিএনপি প্রার্থীর ইউপি নির্বাচন বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ২৯, ২০১৬
উজিরপুরে বিএনপি প্রার্থীর ইউপি নির্বাচন বর্জন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিতকৃত ৩টি কেন্দ্রে নির্বাচনের একদিন আগে বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী শাহিন হাওলাদার।

শনিবার (২৯ অক্টোবর) সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বরিশাল নগরীর বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আ. মাজেদ তালুকদার মন্নান মাস্টার।

আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের মহড়া ও পুলিশের হয়রানি প্রতিবাদে নির্বাচন বর্জন করা হচ্ছে বলে তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, বিএনপির প্রার্থী শাহিন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী।

আগামী ৩১ অক্টোবর স্থগিতকৃত ওই ৩ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।