ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, নভেম্বর ৯, ২০১৬
বগুড়ায় বিএনপির সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি।

বগুড়া: বগুড়ায় সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি।

বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কারামুক্ত নেতা-কর্মীদের নিয়ে নতুন উদ্যমে দলীয় কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, বিএনপি নেতা লাভলী রহমান, অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান, আব্দুর রহমান, খাজা ইফতেখার আহমেদ, অ্যাডভোকেট নাজমূল হুদা পপন, আবুল বাশার, মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, এসএম, রফিকুল ইসলাম, কাজী আব্দুর রশিদ, সুজাউদ্দৌলা সঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।