ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সরকারকে পদক্ষেপের আহবান নোমানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, নভেম্বর ২৬, ২০১৬
রোহিঙ্গা নির্যাতন বন্ধে সরকারকে পদক্ষেপের আহবান নোমানের ছবি: দীপু মালাকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ ও এ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

ঢাকা: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ ও এ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
 
শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ কল্যাণ পার্টির মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।

মানববন্ধনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএফআই/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।