ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে মানুষ: সাখাওয়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, নভেম্বর ২৯, ২০১৬
ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে মানুষ: সাখাওয়াত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এলাকার আপামর সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্যে দোয়া চেয়েছি।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এলাকার আপামর সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্যে দোয়া চেয়েছি। যেখানেই যাচ্ছি সেখানেই তাদের ব্যাপক সাড়া পাচ্ছি।

ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক বিপ্লবের জন্য মুখিয়ে রয়েছে মানুষ।
 
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
 
‌এ সময় শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

তাদের দাবির প্রেক্ষিতে সাখাওয়াত বলেন, স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের ক‍ূটকৌশলের কারণেই শীতলক্ষ্যা ব্রিজ হয়নি। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য ধানের শীষের প্রার্থীকে নির্বচিত করুন। আমি কষ্ট করে হলেও একটি ব্রিজ নির্মাণ করার চেষ্টা করবো।

‘নির্বাচিত হলে এলাক‍ার রাস্তা-ঘাটের উন্নয়ন করা হবে। সড়কে সড়কে বাতি লাগানোর ব্যবস্থাও করা হবে। খেলার মাঠের ব্যবস্থার পাশাপাশি মা ও শিশুর জন্য থাকবে মাতৃসেবা কেন্দ্রের ব্যবস্থাও। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।