ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার পরোয়ানায় নারায়ণগঞ্জ যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
খালেদার পরোয়ানায় নারায়ণগঞ্জ যুবদলের বিক্ষোভ নারায়ণগঞ্জ যুবদলের বিক্ষোভ-মিছিল

নারায়ণগঞ্জ: কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে বিক্ষোভ সমাবেশ করে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকা খোরশেদেরর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, সালাউদ্দিন ইশা, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, আলী নওসাদ তুষার, কাজী সোহাগ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, মনিরুজ্জামান পিন্টু প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার বলেন, খালেদা জিয়ার মতো একজন সিনিয়র সিটিজেন ও তিনবারের প্রধানমন্ত্রীর প্রতি সরকারের এমন আচরণ অমানবিক। সরকার আবারও নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে। তাই কুমিল্লার মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।