ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফেনীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৪ কর্মী গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ফেনীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৪ কর্মী গুলিবিদ্ধ

ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে অবস্থানকারী চার ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হঠাৎ তাকিয়া রোড়ে অতর্কিত হামলা করে পুলিশ। এ সময় ছাত্রদল কর্মী সোহেল, সাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দল কর্মী সেন্টু ও শুক্কুর গুলিবিদ্ধ হয়।

এদিকে গুলির ঘটনাকে অস্বীকার করছে পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, পুলিশ অভিযান চালিয়েছে তবে গুলির ঘটনা ঘটেনি। তারা বলেছে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে গুলি নয়।

এদিকে রায়কে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে ফেনীতে।

পুলিশ-র‌্যাবের পাশাপাশি রাস্তায় টহলে আছে বিজিবি সদস্যরাও। পুরো জেলায় আটক করা হয়েছে ২১ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।