ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

বিজয়নগর থেকে বিএনপির ৮ নেতা-কর্মী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিজয়নগর থেকে বিএনপির ৮ নেতা-কর্মী আটক  বিজয়নগরে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচি পালনে রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল করার সময় বিএনপির ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কোনো পদধারী কেউ আছেন কিনা তা জানা যায়নি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদৌস বাংলানউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান,  মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা সড়ক বন্ধ করে রেখেছিলেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।  

সড়ক থেকে সরে যেতে বারবার আহ্বান জানালেও তারা যাননি। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।