ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপির ২৫ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সিলেটে বিএনপির ২৫ নেতাকর্মী আটক

সিলেট: সিলেটে বিএনপি ও অংগসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে মহানগর এলাকায় ১৬ জন ও জেলায় ৯ জন রয়েছে- জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার। আটকদের বেশির ভাগই বিএনপি নেতাকর্মী বলেও জানান পুলিশের এই কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।