ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

প্রতারণা মামলায় যুবদল-স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
প্রতারণা মামলায় যুবদল-স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত এক মামলায় গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বসির উদ্দিন আহমেদ ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ নভেম্বর) রাতে উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত একটি প্রতারণার মামলায় গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (০৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।