ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গোবিন্দগঞ্জে জামায়াত-বিএনপির দুই নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
গোবিন্দগঞ্জে জামায়াত-বিএনপির দুই নেতা গ্রেফতার আটক সিরাজুল ইসলাম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নাশকতা মামলার আসামি জামায়াত-বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

শনিবার (৩ নভেম্বর) ভোরে ও সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন জামাতের সভাপতি সোহরাব আলী (৫১), গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সিরাজুল ইসলাম গাছু (৪৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জামাত নেতা সোহরাবের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতা মামলা রয়েছে এবং বিএনপি নেতা সিরাজুল ইসলাম নাশকতা মামলাসহ ১০টিরও অধিক মামলার আসামি।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।