ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার সন্ধ্যায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার সন্ধ্যায় জোটের বৈঠকের সংগৃহীত ছবি

ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শরিক দলের অবস্থান তুলে ধরতে বৈঠকে বসছে বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) তফসিল ঘোষণার পর ২০ দলীয় জোটের অবস্থান কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

একই সঙ্গে আগামী নির্বাচনে শরিক দলের অন্যদের অবস্থানের বিষয়েও দলগুলোর কাছে জানতে চাওয়া হবে।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকবেন বিএনপি’র সিনিয়র ও ২০ দলীয় জোটের নেতারা।
 
দলীয় জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি’র যুক্ত হওয়া এবং পরবর্তি কর্মসূচি নিয়েও আলোচনা হবে। যদিও ঐক্যফ্রন্টে যোগদানের পর আগেও একদিন বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। ওই বৈঠকের পর ২০ দলীয় জোট থেকে দু’টি দল বেরিয়ে যায়। তাই বৃস্পতিবার ডাকা বৈঠকও গুরুত্ব বহন করছে।
 
২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, বৈঠকের পর আগামী নির্বাচনে বিএনপি’র অবস্থান জানার পর অনেকেই বেরিয়ে আসতে পারেন। আবার কেউ কেউ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না করার পক্ষেও মত দিতে পারেন বৈঠকে।
  
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমএইচ/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।