ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ইসি এখনও পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে: রিজভী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
ইসি এখনও পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে: রিজভী রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) এখনও পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেটুকু সময় নির্বাচন পেছানো হয়েছে, সেটা সরকারের নির্দেশে হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট একমাস পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু কমিশন সেটা করেনি। তারা সরকারের নির্দেশে মাত্র এক সপ্তাহ পিছিয়েছে।

সোমবার (১২ নভেম্বর) দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন অল্প সময় পেছানোর প্রতিক্রিয়ায় রিজভী এ কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর  ১২, ২০১৮
এমএএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।