ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়ন ফরম নিলেন উকিল সাত্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বিএনপির মনোনয়ন ফরম নিলেন উকিল সাত্তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাবেক আইন প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার | ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রবীণ রাজনীতিক সাবেক আইন প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার।

দলীয় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মধ্যে দিয়েই দেশনেত্রীকে মুক্ত করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি।

১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসা প্রবীণ এ নেতা বাংলানিউজকে বলেন, ৪০ বছর দলের সঙ্গেই আছি। এবারই হবে আমার জীবনের শেষ নির্বাচন।

৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক আইন প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার। এরপর ৯১ সালে ও ৯৬ সালের দুবার নিয়ে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এ নেতা।

জোটের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে সব নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে এ আসন থেকে বিপুল ভোটে ধানের শীষ বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবীণ এ রাজনীতিবিদ।

দলীয় নেতাকর্মীরা জানান, ২৭ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা এ নেতা দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আশা করি তাকে এবার দলের শীর্ষ নেতৃত্ব মূল্যায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।