ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

চীন গেলেন বিএনপির তিন নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
চীন গেলেন বিএনপির তিন নেতা

ঢাকা: চীন সফরে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি চীনের পথে রওনা দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ, বিএনপির গবেষণা উইংয়ের সদস্য মেজর (অব.) কহিনুর আলম নূর তিন সদস্যের এ প্রতিনিধি দলে রয়েছেন। তাদের সঙ্গে লন্ডন থেকে যোগ দেবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা সেখানে গেছেন। সরকারের বিভিন্ন সেমিনারে বিএনপি নেতারা অংশ নেবেন। চারদিন পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।