ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

কুমিল্লা-১০ এ ধানের শীষ চান দিদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
কুমিল্লা-১০ এ ধানের শীষ চান দিদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার

ঢাকা: কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কেনেন।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা শামসুদ্দিন দিদার বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার নাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কাজ করছেন।

একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ে আছেন প্রায় দশ বছর। তিনি বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন পর দেশে নির্বাচনের সুবাতাস বইছে। তবে এখনও লেভেল প্লেইং ফিল্ড হয়নি। চেয়ারপারসনের মুক্তিসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

বুধবার বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার তৃতীয় দিন চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।