ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

কৃষকলীগ নেতাসহ ২০০ জনের বিএনপিতে যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কৃষকলীগ নেতাসহ ২০০ জনের বিএনপিতে যোগদান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদানকালে কৃষক লীগ নেতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক আলম সরকারসহ ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।  

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, ডা. জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।