ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মনোনয়ন ফরম জমা দিলেন দিদার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
মনোনয়ন ফরম জমা দিলেন দিদার মনোনয়ন ফরম জমা দিচ্ছেন শামসুদ্দিন দিদার

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শুক্রবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮ 
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।