ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।  

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা বিশ্বাস করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয় লাভ করে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনবে।

তিনি বলেন, প্রশাসনের কাছে আমাদের আহ্বান ভোট সুষ্ঠু করতে আপনারা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করুন।  

এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, অ্যাডভেকেট আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, শেখ রায়হান, যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিব মোল্যা, কলারোয়া উপজেলা যুবদল সভাপতি আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।