ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নবীগঞ্জ পৌর বিএনপি নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
নবীগঞ্জ পৌর বিএনপি নেতা কারাগারে নাজমুল হোসেন

হবিগঞ্জ: পুলিশ অ্যাসল্ট ও নাশকতা মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৪৮) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ভোরে শহরের মধ্যবাজার এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতার নাজমুলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। যার দু’টি পুলিশ অ্যাসল্ট এবং দু’টি নাশকতার অভিযোগে দায়ের করা।  

বাংলাদশে সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।