বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের শান্তিরোড এলাকায় পৌর ছাত্রলীগ সভাপতি রাজুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক মাইক ভাঙচুর ও কর্মীদের মারধর করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত। তিনি বলেন, এ হামলায় ছাত্রদল নেতা সম্রাটসহ দুইজন আহত হয়েছেন।
ওসি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কোনো হামলাকারী সেখানে ছিল না।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসএইচডি/টিএ