ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, সেপ্টেম্বর ১২, ২০১৯
খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

খাগড়াছড়ি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

এসময় বক্তারা সরকারের কাছে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।