ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

ভোটারদের ম‌ধ্যে শঙ্কা কাজ করছে: বিএনপির র‌বিউল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, মার্চ ২, ২০২০
ভোটারদের ম‌ধ্যে শঙ্কা কাজ করছে: বিএনপির র‌বিউল

ঢাকা: নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ‌ভোটারদের মধ্যে শঙ্কা ও অনাগ্রহ কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপ‌-নির্বাচনে বিএন‌পি মনোনীত প্রার্থী শেখ র‌বিউল আলম র‌বি।

সোমবার (০২ মার্চ) দুপু‌রে রাজধানীর হাতিরপুল-সোনারগাঁও সড়কে প্রচারণার সময় তি‌নি এ কথা ব‌লেন।

র‌বি বলেন, বর্তমান ভোট ব্যবস্থায় ভোটকে‌ন্দ্রে গি‌য়ে পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দেওয়ার সু‌যোগ কম।

ভোটার‌দের ভয়ভী‌তি-অনাগ্রহ র‌য়ে‌ছে। ভোটাররা বল‌ছেন, শঙ্কা দূর ক‌রেন। আমরা ভোট দি‌তে চাই। আসলে তারা রা‌ষ্ট্রের মা‌লিকানা প্র‌তি‌ষ্ঠিত কর‌তে চায়। আমরাও রাজ‌নৈ‌তিক দল হি‌সে‌বে সুষ্ঠু নির্বাচ‌নের জন্য আ‌ন্দোলন কর‌ছি।

‌তি‌নি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন কর‌তে চায় না। সরকার‌কে সুষ্ঠু নির্বাচ‌ন কর‌তে বাধ্য করা যায়‌নি। তা‌দের শুভবু‌দ্ধির উদয় হয়‌নি। জনগণের ভোটা‌ধিকার প্র‌তি‌ষ্ঠিত করার দা‌য়িত্ব বিএন‌পিরও রয়েছে। সে কার‌ণে দ‌লের প্রার্থী হি‌সে‌বে আমরা সবাত্মক চেষ্টা কর‌ব। জনগণ যাতে ভোট দি‌তে পা‌রে, সে ল‌ক্ষ্যে নির্বাচ‌নে আ‌ছি, থাক‌ব।

তিনি আরও বলেন, জনগ‌ণের কাছ থে‌কে ব্যাপক সাড়া পা‌চ্ছি। মানুষ প‌রিবর্তন চায়। রাজ‌নৈ‌তিক প‌রি‌বে‌শেরও প‌রিবর্তন চা‌চ্ছে। রাষ্ট্র ব্যবস্থাপনারও প‌রিবর্তন চা‌চ্ছে। এ‌টি হয়‌তো ক্ষমতাসীনদের ব্যর্থতার কারণে হ‌তে পা‌রে। ক্ষমতাসীন‌দের দানবীয় চ‌রি‌ত্রের বিরু‌দ্ধে জনগ‌ণের অবস্থান হ‌তে পা‌রে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।