ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’

ঢাকা: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’। বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপির প্যাভিলিয়নে।

বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ‘চেকবই’।

তাম্রলিপির মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিখুঁত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’র অক্ষরগুলো শপথের সাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।

‘চেকবই’ সম্পর্কে জানতে চাইলে এক পাঠক বললেন, বেলা-অবেলা-সারাবেলার ভাব-ভাবনা, ব্যস্ত-ব্যাকুল মনের কামনা-বাসনা-যাতনা-প্রেরণা সুনিপুণ ম্যাকম্যানের মতো সাজিয়েছে ‘চেকবই’।

আরেক পাঠক জানালেন, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেওয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে ‘মায়াবী পর্দায়’। তখনই কালের কারাগার থেকে মুক্তির পংক্তিগুলো পাঠককে দু-দণ্ড শান্তি দিয়েছে।

তাম্রলিপির (১৫ নম্বর) প্যাভিলিয়নে ‘চেকবই’ পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।