ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইপ্রেমীদের আগ্রহে এখনও কালজয়ী লেখকদের বই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
বইপ্রেমীদের আগ্রহে এখনও কালজয়ী লেখকদের বই প্রিয় লেখকের বইটি খুঁজে নিতে বইমেলায় স্টলে তরুণীদের ভিড়। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বইমেলায় এখন বসন্ত। কয়েকদিন ধরেই ঋতুরাজের আগমনকে স্বাগত জানাতে মেলায় উৎসবের আমেজ।

সব শ্রেণির বইপ্রেমীরা মেলায় আসছেন। তরুণ-তরুণীরা আসছেন জুটি বেঁধে।  

পড়ন্ত বিকেলে মেলার মাঠে সঙ্গীর হাতে হাত রেখে ঘুরে বেড়ানো আর স্টলে স্টলে গিয়ে হরেক রকমের বইয়ের সম্ভার থেকে দু-একটি প্রিয় বই খুঁজে নেওয়ার মধ্য দিয়েই তাদের সময় কাটছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মেলা ঘুরে দেখা যায়, বইমেলা এখন ফিরেছে সেই চিরচেনা রূপে। পাঠকরা আর ঘরে বসে নেই। বইয়ের টানে নানা বয়সী পাঠকের পদচারণায় মুখর মেলাপ্রাঙ্গণ। হাতে হাতে শোভা পাচ্ছে বই। এ এক অন্যরকম ভালো লাগার দৃশ্য।

মেলার যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে বই বিক্রি। তবে প্রাণের মেলায় এখনও পাঠকদের পছন্দের শীর্ষে রয়ে গেছেন কালজয়ী লেখকেরা। জীবিত না থাকলেও তারা আজও রয়েছেন পাঠকদের হৃদয়ে।  

তাইতো তাদের অনবদ্য সৃষ্টি গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ বইপ্রেমীদের পছন্দের শীর্ষে। এবার জনপ্রিয় লেখকদের বই বেশি বিক্রি হওয়ার তথ্য দিচ্ছে প্রকাশক ও বিক্রয়কর্মীরা।

বইমেলায় বইপ্রেমীদের ভিড়।   ছবি: ডিএইচ বাদল

বইমেলা ঘুরে বিক্রয়কর্মী ও প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের মত এবারও নজরুল-রবীন্দ্রনাথ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, আহমদ ছফা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, সমরেশ মজুমদার, হুমায়ুন আজাদ, শাহাদুজ্জামান ও আল মাহমুদসহ জনপ্রিয় সাহিত্যিকদের বই বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আনিসুল হক, জাফর ইকবাল, সলিমুল্লাহ খানের বই পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী নুর সোলায়মান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সমগ্র অনেক বিক্রি হয়েছে। আল মাহমুদের রচনাবলি ও শাহাদুজ্জামানের বইয়ের চাহিদাও বেশি। আমাদের নতুন অনেক বই এসেছে। তবে পুরোনো এসব বই প্রতিদিনই বিক্রি হচ্ছে।

অন্বেষা প্রকাশনীর বিক্রয়কর্মী কাদির বলেন, নতুন লেখকরা আগের জনপ্রিয় লেখকদের সঙ্গে পাল্লা দিতে পারছেন না। তরুণদের আগ্রহে এখনও হুমায়ুন আহমেদ। তার উপন্যাসের চাহিদা অনেক বেশি। মিসির আলীর ভুবন, তোমার জন্য ভালোবাসা, হিমু সমগ্র বেশি চাচ্ছেন পাঠকেরা।

মাওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী মালিহা বলেন, আহমদ ছফার উপন্যাস ‘যদ্যপি আমার গুরু’, ‘গাভী বৃত্তান্ত’ ও রচনা সমগ্র, কাজী নজরুলের রচনা ও শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল বই’ অনেক বিক্রি হয়েছে।

আগামী প্রকাশনীতে গিয়ে দেখা গেছে কালজয়ী লেখকদের মতো হালের জনপ্রিয় লেখকদের বইও বিক্রি হচ্ছে।  

বিক্রয়কর্মী সজিব জানান, হুমায়ুন আজাদের বই ভালো চলছে। তার লেখা ‘নারী’, ‘তৃতীয় লিঙ্গ’, ‘পাক সার জমিন সাদ বাদ’ বইগুলো পাঠকেরা চাচ্ছেন। এছাড়াও সলিমুল্লাহ খানের ‘প্রার্থনা, ‘উহারা বাতাসে’ এবং ফরহাদ মাজহারের বইও বিক্রি হচ্ছে।

অন্যপ্রকাশের স্টলের তৌহিদ প্রান্ত বলেন, হুমায়ুন আহমেদের প্রায় সব বই বিক্রি হচ্ছে। ‘একা একা’, ‘চলে যায় বসন্তের দিন’, ‘দেয়াল, ‘শঙ্খনীল কারাগার’ সহ বিভিন্ন বই বিক্রি হচ্ছে। এছাড়াও সমসাময়িকদের মধ্যে সাদাত হোসাইনের ‘আগুন ডানা মেয়ে’ বইটি ভালো বিক্রি হচ্ছে।

এছাড়াও মেলা ঘুরে দেখা গেছে, বইপ্রেমীরা কালজয়ী সাহিত্যিকদের বই সংগ্রহ করছে। পাঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, গল্প-কবিতা সমগ্র, শওকত আলীর ‘প্রদোষে প্রাকৃতজন’, জহির রায়হানের ‘হাজার বছর ধরে’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম আলো, ‘সেই সময় , আনিসুল হকের ‘কিশোর গোয়েন্দা, ‘মা’, শহীদুল্লাহ কায়সারের ‘সারেং বৌ’, ‘সংশপ্তক’, জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি, জাফর ইকবালের ‘সায়েন্স ফিকশন বই’ তারা পছন্দের শীর্ষে রেখেছেন।

পছন্দের ও প্রয়োজনীয় বই খুঁজে নিচ্ছেন তরুণ গ্রন্থানুরাগীরা।  ছবি: ডিএইচ বাদল

খুলনা থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছর বইমেলার না এলে মনে হয় কী যেন বাদ রয়ে গেল। বইমেলায় আমি মূলত সৃজনশীল বই আর সাহিত্য বেশি পছন্দ করি। হুমায়ুন আহমদের দুটি উপন্যাস নিয়েছি। এ যাবৎকালে তার উপন্যাসগুলোর মত সাম্প্রতিক সময়ে আর কেউ লিখতে পারেনি। উনার বই গুলো নিতে গেলে এখনও ভিড়ের মধ্যে পড়তে হয়। শুধু হুমায়ুন আহমেদ নয়, বইমেলায় এখনো উনিশ শতকের কবিদের বই পছন্দের শীর্ষে। এখন সমসাময়িক লেখকরা পাঠকদের আকর্ষিত করতে পারেনি, বিষয়ভিত্তিক বই লিখলেও সাহিত্যের জগতে আধিপত্যশীল লেখক তৈরি হয়নি।

রাজধানীর গোপীবাগ থেকে আসা  ফারহানা বলেন, মেলায় এখন বিচিত্র বইয়ের সম্ভার দেখা যাচ্ছে। যেটি আগে অনেক কম ছিল। এক্ষেত্রে তরুণ লেখকরা বড় পরিবর্তন নিয়ে এসেছেন বলা যায়। তবে প্রথিতযশা লেখকদের চাহিদা সবসময়ই থাকে। তাদের বইয়ের জন্য এখনও ভিড় হয়। এছাড়া তরুণ বা যারা জনপ্রিয় হয়ে উঠছে তাদের বিষয়ভিত্তিক বইয়ে পাঠকদের চাহিদা রয়েছে। বেশ ভালো বিক্রি ও হচ্ছে। তরুণ এসব লেখকদের সময় দিতে হবে, ধীরে ধীরে তারাও জনপ্রিয় হয়ে উঠবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এইচএমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।