ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

রাঙামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
রাঙামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু

রাঙামাটি: রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

এরপর অতিথিরা বিভিন্ন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

জেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী এ মেলায় ২০টি স্টল রয়েছে।  

মঙ্গলবার মেলা প্রাঙ্গণে পৃথকভাবে জেলা শিল্পকলা একাডেমি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

আগামী ২১ ফেব্রুয়ারি বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।