ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বইমেলা

বইমেলায় ফারজানা পলির ৩ বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, ফেব্রুয়ারি ৭, ২০১৪
বইমেলায় ফারজানা পলির ৩ বই

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় ফারজানা পলির তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ছোটগল্প, একটি শিশুতোষ ও একটি কবিতাগ্রন্থ।



বই তিনটি প্রকাশ করেছে জয়তী প্রকাশনী। তিনটি বইয়েরই প্রচ্ছদ করেছেন রিলকে রশীদ।

‘লুই ইয়ানা ও অন্যান্য গল্প’তে ফারজানা পলি অক্ষরের  বুননে ফুটিয়ে তুলেছেন জীবন থেকে নেওয়া ঘটনা প্রবাহকেই। শিশুতোষ গ্রন্থ ‘মৌমিতার স্বপ্ন’ তার মৌমিতা সিরিজের দ্বিতীয় গ্রন্থ। সম্পূর্ণ রঙিন এই বইয়ে শিশু মনের ইচ্ছেগুলোকে বড়দের মূল্যায়ন ও এর প্রভাবের দিকটি তুলে ধরা হয়েছে।

আর ‘স্বপ্নঝড়া দিগন্ত’তে সহজ ও সরল ভঙ্গিমায় কবি তার মনের অব্যক্ত অনুভূতি প্রকাশ করেছেন।

বইগুলো পাওয়া যাচ্ছে বইমেলার ২৫০ ও ২৫১ নং স্টলে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।