ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

দ্বিতীয় দিনে মেলায় ৩৫ নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
দ্বিতীয় দিনে মেলায় ৩৫ নতুন বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে মেলায় এসেছে নতুন ৩৫ টি বই। বইমেলার তথ্যকেন্দ্র থেকে নতুন বইয়ের এ তালিকা পাওয়া গেছে।



প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ছয়টি উপন্যাস, ১০টি কবিতার বই, তিনটি গল্পের বই, দুইটি প্রবন্ধ, একটি ভ্রমণকাহিনী, একটি পাঠ সহায়ক বই।

এছাড়া গণমাধ্যম বিষয়ক একটি, শিশুসাহিত্য একটি, ছড়া একটি, জীবনী একটি, সংকলন একটি, খেলাধুলা বিষয়ক একটি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক একটি, নাটক একটি, জীবন সম্পর্কিত একটি, প্রবন্ধ সংকলন একটি এবং অন্যান্য সাতটি বই রয়েছে।

উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে লেখা দেবব্রত মুখোপাধ্যায়ের ‘সাকিব আল হাসান: আপন চোখে ভিন্ন চোখে’।

বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। বইটির দাম ধরা হয়েছে দুইশ’ ৮০ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।