ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

সকালটা শিশুদের, বিকেলটা সবার

আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
সকালটা শিশুদের, বিকেলটা সবার কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুদের পদচারণায় মুখর ছিলো অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) মেলার ঝাঁপি সকাল ১১টায় সবার জন্য খুললেও তার আগেই ছিলো শিশুদের পদচারণা।

সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ছিলো শিশুদের পদচারণায় মুখর। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা চললেও শিশুদের স্টলগুলো রয়েছে একাডেমি প্রাঙ্গণেই। সকাল থেকে দুপুর পর্যন্ত তাই শিশুরা একাডেমি প্রাঙ্গণ চষে বেড়িয়েছে মা-বাবার হাত ধরে।

ধানমন্ডির একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহরিন জেসিন এদিন এসেছেন বাবা-মায়ের সঙ্গে। মেলায় কি বই কেনা হয়েছে জানতে চাইলে শাহরিন বাংলানিউজকে বলে, কমিক্স আর কার্টুনের বই কিনেছি।

মনিপুর স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাইফ আহমেদের সঙ্গে কথা হলে ছড়া ও ভূতের গল্পসহ চারটি বই কিনেছে, জানায় সে।

বেলা ১১টায় একাডেমি ঘোষিত ‘শিশু প্রহরে’ শিশুদের উজ্জ্বল উপস্থিতি এদিনের মেলায় যোগ করেছিলো ভিন্নমাত্রা। দুপুর ২টা পর্যন্ত ছিল শিশুদের জন্য। শিশু প্রহরে বাবা মায়ের সঙ্গে মেলাজুড়ে তারা ঘুরে বেড়িয়েছে আপন মনে। স্টলে স্টলে ঘুরে বইও কিনেছে।

দুপুরের পরই যুবক-যুবতীসহ সববয়সী মানুষের পদচারণায় জমে ওঠে বইমেলা। বিকেল যতই গড়াতে থাকে বইমেলার দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে।

এদিকে বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে জানা যোয়, শুক্রবার মেলা উপলক্ষে তিন শতাধিক নতুন বই মেলায় আসার সম্ভাবনা রয়েছে।

** শিশুরা সব বইমেলায়

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।