ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় ইমরুল ইউসুফের নতুন বই

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
মেলায় ইমরুল ইউসুফের নতুন বই

বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের নতুন বই ‘মজার পড়া ফলের ছড়া’।

বইটিতে ছড়ার মাধ্যমে ২৪টি দেশি ফলের বৈশিষ্ট্য ও গুণাগুণ শিশু-কিশোরদের উপযোগী করে বর্ণনা করা হয়েছে।



ইমরুল ইউসুফ লিখছেন প্রায় ১৯ বছর। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টি। এর পাশাপাশি রয়েছে ২টি ট্রেনিং ম্যানুয়াল। প্রকাশিত বইয়ের মধ্যে শিশুসাহিত্যই বেশি।

নিয়মিত গল্প, কবিতা, ছড়া, ফিচার লিখছেন এদেশের পত্র-পত্রিকাসহ কলকাতার বিভিন্ন সাহিত্যপত্রে। পত্র-পত্রিকায় প্রকাশিত ফিচারের সংখ্যা প্রায় আড়াই হাজার।

ছোটদের বই থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মামুন হোসাইন। মূল্য ৮০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৪৮২ নম্বর স্টলে ও সোহরাওয়ার্দী উদ্যানের সিঁড়ি প্রকাশনীর ২১৪ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।