ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইলে কবিতার বই

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইলে কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় স্পর্শ ব্রেইল প্রকাশনী থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রকাশিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক কবিতার বই ’৭১ দেখব বলে’। নুরুন্নাহার শিরীন, নাজনীন খলিল, আফসানা কিশোয়ার লোচন ও আইরিন সুলতানা—চার কবির সম্মিালিত এ বইয়ের মোড়ক উন্মোচিত হয় ১৯ ফেব্রুয়ারি।



ব্রেইলে কবিতার বই প্রকাশ করা প্রসঙ্গে জানতে চাইলে নাজনীন খলিল বলেন, পরিকল্পনাটা মূলত  আইরিন সুলতানার, একদিন কথাপ্রসঙ্গে বলল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কবিতার বই করলে কেমন হয়? আমরা কয়েকজন যদি কবিতায় তাদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারি... আমি বলি হ্যাঁ খুবই ভালো একটা উদ্যোগ হবে।

এভাবেই শুরুটা। এরপর কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে সবাইকেই। ’

এদিকে, স্পর্শ ব্রেইল প্রকাশনী পঞ্চমবারের মত বইমেলায় স্টল বরাদ্দ পেল। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এবার নতুন আরও ৫টি বই প্রকাশ করেছে তারা। বইগুলো হলো: বেগম রোকেয়ার আত্মজীবনী, হেলেন কিলারের আত্মজীবনী, কাজী নজরুল ইসলামের আত্মজীবনী, লুই ব্রেইলের আত্মজীবনী ও লুৎফর রহমান রিটনের ছড়া।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।