ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় সুলতানুল আরেফিনের রম্য উপন্যাস ‘আগুনি কমল’

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মেলায় সুলতানুল আরেফিনের রম্য উপন্যাস ‘আগুনি কমল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে বইমেলায় এসছে কাজী সুলতানুল আরেফিনের রম্য উপন্যাস ‘আগুনি কমল’সহ দু’টি বই। পাওয়া যাচ্ছে বইঘর প্রকাশনীর ১১৩ নম্বর স্টলে।


আগুনি কমল এক আজব চরিত্র। সে ফেনী জেলার হরিপুর গ্রামের বাসিন্দা। পাগল নয় আবার সুস্থও নয়। অশিক্ষিত কিন্তু কথা-বার্তা শুনলে মনে হয় মহা জ্ঞানী।

আগুনের সঙ্গে তার গভীর মিতাতি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দেওয়া তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মানুষ মাঝে মাঝে তার জন্ম দেয়া ঘটনা দেখে অবাক হয়ে যায়। ফুফাতো বোন কলির প্রতি সে ভীষণ দুর্বল। কলির টানে সে মাঝে মাঝে ফুফুর বাড়ি ছুটে যায়...। এভাবে এগিয়েছে উপন্যাসটির কাহিনী।
তরুণ এ লেখকের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়ায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।