বইমেলায় সেলফি শিকারিদের কবলে জাফর ইকবাল/ছবি: শাকিল
গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: এবারের বইমেলায় এসে শুধু অটোগ্রাফ শিকারি নয়, সেলফি শিকারিদের কবলেও পড়েছেন অধ্যাপক জাফর ইকবাল।
তবে সেলফি শিকারিদের বিষয়ে জনপ্রিয় এ লেখকের বক্তব্য, যারা সেলফি তোলেন, তারা বইও পড়েন। তারা বইমেলায় আসেন।
আমি এখন কাজ করছি পাঠক বাড়াতে। বইয়ের জন্য পাঠক বাড়াতে হবে। মেলা আমার সবসময় ভালো লাগে।
এবারের মেলার অষ্টম দিনে প্রথমবার এসে তিনি বলেন, এখানে তরুণদের সঙ্গ ভালো লাগছে। একজন সেলফি তুলতে আসে, একজন পাঠক তৈরি হয়। আরেকজন সেলফি তুলতে অাসে বই নিয়ে, নতুন অারেকজন পাঠক তৈরি হয়।
নতুন লেখকদের নিয়ে তিনি বলেন, আমি নিজেও একসময় নতুন ছিলাম। নতুনদের ফেসবুকে সময় কম দিতে হবে। বই পড়তে হবে। ব্লগে লিখবে, ফেসবুকে লিখবে, পত্রিকায় লিখবে, একসময় বই বের করবে। আর নিজের টাকা দিয়ে বই বের করা যাবে না।
মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিকেই পুরোধা ভাবেন তিনি। বলেন, এটা শুধু বই কেনাবেচার জায়গা নয়, এটা একটা উৎসব। অন্য দেশের বইমেলার সঙ্গে পার্থক্য রয়েছে। এখানে মানুষ ঘুরতেও আসে।
শিশুদের বই অারও বেশি প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমএন/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।