ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় মশিউল আলমের গল্পগ্রন্থ ‘দুধ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বইমেলায় মশিউল আলমের গল্পগ্রন্থ ‘দুধ’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে কথাসাহিত্যিক মশিউল আলমের গল্পগ্রন্থ ‘দুধ’। 

গল্পের এ বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- মাওলা ব্রাদার্স। বইয়ের প্রচ্ছদ করেছেন শ্রীলঙ্কান শিল্পী আরতি কুমার রাও।

৯৬ পৃষ্ঠার গল্পগ্রন্থটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলায় মাওলা ব্রাদার্সের ২৯ নম্বর প্যাভিলিয়নে মিলছে ‘দুধ’।

এ গল্পগ্রন্থের ব্যাপারে জানতে চাইলে মশিউল আলম বলেন, এ বইয়ের নামগল্প ‘দুধ’ শ্রীলংকাভিত্তিক ‘হিমাল সাউথ-এশিয়ান শর্ট স্টোরি কমপিটিশন ২০১৯-এ সেরা গল্পের পুরস্কার পেয়েছে। গল্পটি Milk নামে ইংরেজিতে অনুবাদ করেন- শবনম নাদিয়ায়। ওই প্রতিযোগিতায় মোট ৩২৭টি গল্প জমা পড়েছিল। হিমাল পুরস্কারপ্রাপ্তির স্মারক হিসেবেই ‘দুধ’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে। এতে মোট সাতটি গল্প আছে।  

এর আগে মশিউল আলমের প্রকাশিত বইগুলোর মধ্যে আছে- মাংসের কারবার, দ্বিতীয় খুনের কাহিনি, তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত, যেভাবে নাই হয়ে গেলাম, ঘোড়ামাসুদ, পাকিস্তান, আমি শুধু মেয়েটিকে বাঁচাতে চেয়েছি, প্রিসিলা ইত্যাদি।  

মশিউল আলম সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। বর্তমানে কাজ করছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০  
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।