ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা রাখা হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরেও এ সীমা একই ছিল।

২০১২-১৩ অর্থবছরে করমুক্ত আয় দুই লাখ টাকা ছিল।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করমুক্ত আয় সীমা অপরিবর্তিত রাখার ঘোষণা দেন।
 
নারী, বয়স্ক, প্রতিবন্ধী ও গেজেটেড মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। এর মধ্যে নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে নারীদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।
 
একই সঙ্গে প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। গেজেটেড মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
 
কৃষিখাতে করমুক্ত আয়সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
 
আয়করের দুই লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের শুন্য, পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ, পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।