ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

অর্থ বিল-২০১৫ সংসদে উত্থাপন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
অর্থ বিল-২০১৫ সংসদে উত্থাপন

জাতীয় সংসদ ভবন থেকে: দুই দফা বিরতী দিয়ে প্রায় ৪ ঘণ্টার বাজেট বক্তৃতার মধ্য দিয়ে পেশ হলো নতুন অর্থবছরের বাজেট।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল ৩ টা ৩০ মিনিটে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 
 
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে তিনি সম্পূরক বাজেট ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা দিতে শুরু করেন। দাঁড়িয়ে বক্তৃতা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই স্পিকারের অনুমতি  নিয়ে নিজের আসনে বসে বক্তব্য দেন অর্থমন্ত্রী।

এর মাঝে আছর ও মাগরিবের নামাজের জন্য দুই দফায় ৪০ মিনিট বিরতী দিয়ে বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী। রাত ৮ টা ২২ মিনিটে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শেষ করেন।
 
এরপরেই আইন প্রণয়ন কার্যাবলীতে সরকারের আর্থিক প্রস্তাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত অর্থ বিল-২০১৫ উত্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেটের উপর সাধারণ আলোচনা শেষে ২৯ জুন অর্থ বিল পাস হবে।
 
এবারের বাজেটের শিরোনাম করা হয়, সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসএম/এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।