ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

নির্মাণ হবে তথ্য ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
নির্মাণ হবে তথ্য ভবন

ঢাকা: জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এবার তথ্য ভবন নির্মাণ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


 
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।
 
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বিগত পাঁচ বছরে দেশে ২৮টি এফএম রেডিও, ৩২টি কমিউনিটি রেডিও ও ৪১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
 
আগামীতে বিদেশি মিশনগুলোতে সাতটি নতুন প্রেস উইং খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিএফডিসিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ, তথ্য ভবন নির্মাণ, বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ পাঁচটি টিভিকেন্দ্র নির্মাণ, উন্নয়ন প্রচার বাস্তবায়নে জেলা তথ্য অফিসগুলোকে আধুনিকায়ন এবং জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
টিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।