ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

সুশাসন প্রতিষ্ঠা না পেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ৪, ২০১৫
সুশাসন প্রতিষ্ঠা না পেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের ঘোষিত বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা না পেলে এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়।



বৃহস্পতিবার (০৪ জুন) রাতে বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা করা হলেও বাজেট বাস্তবায়নের কাছাকাছি যাবে। কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না।

এবারের বাজেটে ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, গতবারের বাজেটের প্রবৃদ্ধি বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।