ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

অনিশ্চিত স্থানীয় শাসন ব্যবস্থাই উন্নয়নের বড় চ্যালেঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
অনিশ্চিত স্থানীয় শাসন ব্যবস্থাই উন্নয়নের বড় চ্যালেঞ্জ

ঢাকা: অনিশ্চিত স্থানীয় শাসন ব্যবস্থাই উন্নয়নের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় প্রধান সমস্যা এখন মনে হয় অনিশ্চিত স্থায়ীয় শাসন ব্যবস্থা।

দেশের প্রতিটি জেলা জনসংখ্যা ও আয়তনে বিশ্বের অনেক দেশের চেয়েও বড়। সে জন্য স্থানীয় শাসন ব্যবস্থার গণগত সংস্কার অত্যন্ত জরুরি।
 
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেন, গুরুত্বপূর্ণ খাতগুলোতে সম্পদ সঞ্চালনের জন্য রাজস্ব আদায়সহ বিদেশি সহায়তার ব্যবহারও বাড়ানো দরকার। পাশাপাশি জনপ্রশাসনে সক্ষমতার উন্নয়ন, ই-গভর্নেন্স, ভূমি ব্যবস্থার আধুনিকায়নসহ আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই ন্যায় ভিত্তিক সমাজ বিনির্ম‍াণে আমরা এগিয়ে যেতে পারবো বহুদূর।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।