ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

গ্যাসের দাম বাড়ানো ছাড়া উপায় নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
গ্যাসের দাম বাড়ানো ছাড়া উপায় নেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: গ্যাসের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার (০২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম ম‍ুস্তফা কামাল এবং অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপিস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএফআই/এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।