ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

দেশি সিগারেটের বাজার ধরতে বিদেশিটার দাম বৃদ্ধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ২, ২০১৭
দেশি সিগারেটের বাজার ধরতে বিদেশিটার দাম বৃদ্ধি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: দেশি সিগারেটের বাজার ধরতে বিদেশি সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (০২জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিদেশি ব্রান্ডের কারণে দেশি সিগারেট কোম্পানিগুলোর বাজার ধরতে সমস্যা হচ্ছে। তাই বিদেশি সিগারেট দাম একটু আলাদা রাখা হয়েছে।

বিদেশি ব্রান্ড সহজে সবাই চেনে কিন্তু দেশিটা অনেকেই চেনেন না।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কম দামি দেশি সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আর বিদেশিটার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম ম‍ুস্তফা কামাল এবং অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপিস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএফআই/এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।