ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ প্রকাশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ প্রকাশ 

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০২০ সালভিত্তিক সিনিয়র অফিসার (জেনারেল) নিয়োগের এমসিকিউ পরীক্ষা ২০২৩ সালের ২০ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।  

 বুধবার (২১ ডিসেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির জারি করা সার্কুলার থেকে এই তথ্য জানা গেছে।

 

সার্কুলারে বলা হয়েছে, সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে ২০২১ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ১৮৪/২০২১ এর পরিপ্রেক্ষিতে এমসিকিউ পরীক্ষা ২০২৩ সালের ২০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সার্কুলারে আরও জানানো হয়, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

যেকোনো প্রয়োজনে পরীক্ষার্থীকে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭২৫ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।