ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাণিজ্যমেলায় সেলস পার্সোনেল নিয়োগ দেবে র‌্যাংগস

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বাণিজ্যমেলায় সেলস পার্সোনেল নিয়োগ দেবে র‌্যাংগস

বাণিজ্যমেলার জন্য চুক্তিভিত্তিক সেলস পার্সোনেল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড।   ২০১৭ সালে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সনি-র‌্যাংগস প্যাভিলিয়নে বিক্রয়কর্মী হিসেবে কাজের জন্য তাদের নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা:
কমপক্ষে স্নাতক পাস এবং অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে ৫ ফুট ৭ ইঞ্চি। বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা ইমেইলে সিভি পাঠাতে পারবেন [email protected] ঠিকানায়। এছাড়াও জীবনবৃত্তান্ত ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে যাবে "চেয়ারম্যান, র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি-র‌্যাংগস), বক্স- ২০১৭, সোনারতরী টাওয়ার, ৪র্থ তলা, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-১০০০" ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।