ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

৩৮তম বিসিএস আবেদনে হেল্পলাইন চালু

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
৩৮তম বিসিএস আবেদনে হেল্পলাইন চালু

৩৮তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনপত্র পূরণে কারিগরি বিষয়ে সহায়তা বা পরামর্শের জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম. নেছার উদ্দীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হেল্পলাইনের নম্বরগুলো হলো- ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ এবং ০১৫৫৫৫৫৫১৫২।

আবেদনকারীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হেল্পলাইনের নম্বরে ফোন করে আবেদন সংক্রান্ত বিষয়ে সহায়তা পাবেন। আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হেল্পলাইন চালু থাকবে।

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।