ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সহকারী প্রকৌশলী নেবে সিপিজিসিবিএল

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
সহকারী প্রকৌশলী নেবে সিপিজিসিবিএল

প্রকৌশলী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল) প্রত্যেক পদে ৫ জন করে মোট ১৫ জন নিয়োগ পাবেন।

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বা আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

শিক্ষাজীবনে কমপক্ষে দ্বিতীয় বিভাগ পেয়ে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। সাধারণ প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

পদগুলোতে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা মূল বেতন হিসেবে প্রতি মাসে ৫২,০০০/ টাকা পাবেন। সাথে অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে cpgcbl.teletalk.com.bd লিংকে দেয়া অনলাইন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদনের প্রিন্টকপি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।