ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

জালালাবাদ গ্যাসের মৌখিক পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
জালালাবাদ গ্যাসের মৌখিক পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর

ঢাকা: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ১২তম গ্রেডের হিসাব সহকারী পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। জেজিটিডিএসএলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। ধাপে ধাপে এ পরীক্ষা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন ৪০ জনের পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষা কোম্পানির ঢাকার লিয়াজোঁ অফিস, পেট্রোসেন্টার (১৪ তলা), ৩ কারওয়ান বাজার বা/এ, ঢাকা ঠিকানায় অনুষ্ঠিত হবে। দিনে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় শিফট দুপুর আড়াইটায় শুরু হবে। প্রতি শিফটে ২০ জনের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের আবেদনপত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র (টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা), শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (এক কপি করে) সঙ্গে নিয়ে যেতে হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার সময়সূচি এ লিংকে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।