ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাপ্টেন। পদের সংখ্যা: ১২। আবেদন যোগ্যতা: বেবিচকের বৈধ পাইলট লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। ৮ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। অন্তত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়সসীমা ৬২ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে

পদের নাম: ফার্স্ট অফিসার। পদের সংখ্যা: ৬। আবেদন যোগ্যতা: ৪ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর।  

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে : পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা ৫ কপি রঙিন ছবি, পাইলট সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বলাকা ভবন (দ্বিতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯- এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।