ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

গণ উন্নয়ন কেন্দ্রে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
গণ উন্নয়ন কেন্দ্রে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (এটক)। প্রতিষ্ঠানটির বাস্তবায়নাধীন প্রকল্পে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জেলা কোঅর্ডিনেটর। পদের সংখ্যা: ১টি। আবেদন যোগ্যতা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রকল্পে ব্যবস্থাপনা, মনিটরিং ও সুপারভিশন, প্রতিবেদন তৈরি, স্টাফ ডেভেলপমেন্ট ও শিক্ষা সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

যোগাযোগ দক্ষতা ও সমন্বয় করার কাজে পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে সিভি পাঠাতে পারবেন [email protected] এই ঠিকানায়।

বেতন ও সুযোগ সুবিধা: ৩৫০০০ টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।