ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একাধিক পদে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একাধিক পদে চাকরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ১৮টি ভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ অক্টোবর পর্যন্ত।

পদের নাম
জিআইএস স্পেশালিস্ট, সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন, অর্থ), সহকারী প্রকৌশলী, অর্থনীতিবিদ, সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, সহকারী হিসাবরক্ষক, ওয়্যারলেস টেকনিশিয়ান/ ওয়্যারলেস মেকানিক, তত্ত্বাবধায়ক, লাইন নির্মাণ পরিদর্শক, ওয়্যারলেস অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, ভেহিকেল মেকানিক, জেনারেটর অপারেটর, ইকুইপমেন্ট মেকানিক ও স্টোর হেলপার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদভেদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন
সব পদে বিভিন্ন গ্রেডে বেতন–ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে http://brebhr.teletalk.com.bd ঠিকানায় ঢুঁ মারতে হবে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।