ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মেঘ না থাকলে শুক্রবার চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
মেঘ না থাকলে শুক্রবার চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদফতর

ঢাকা: চাঁদ দেখা নিয়ে নিজেদের বক্তব্যে এবার সংশোধন আনল আবহাওয়া অধিদফতর। তারা জানায় মেঘ না থাকলে শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যাবে।

গত ৫ এপ্রিল আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

আর এ সংবাদ ১৯ এপ্রিল গণমাধ্যমে প্রকাশিত হলে নানা মহলে আলোচনার জন্ম দেয়। পরে রাতেই সেই বিজ্ঞপ্তিতে সংশোধন আনে আবহাওয়া অফিস।

নতুন এ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে ২১ এপ্রিল বাংলাদেশে চাঁদ দেখার সম্ভবনা রয়েছে। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

*** ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার: আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ইইউডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।